মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায় ?

 অনেকের প্রশ্ন মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায় ?

ফ্রিল্যান্সিং এ সব সেক্টর মোবাইল দিয়ে সম্ভব না,

যেমন:--

- গ্রাফিক ডিজাইন
- ওয়েব ডেভেলপমেন্ট
- ওয়েব ডিজাইনিং ইত্যাদি
- তবে ডিজিটাল মার্কেটিং এর ৫০-৬০% কাজ মোবাইল দিয়ে পসিবল।
- আপনি কি শুরুতেই বড় বড় কাজ দিয়ে শুরু করবেন?
কখনোই না! আর পারবেন ও না। বড় কাজ এত সোজা না গুছিয়ে বায়ার কে বুঝিয়ে দেওয়া।।
So, প্রথমে ছোট ছোট কাজ দিয়ে আপনাকে শুরু করতে হবে।তাই প্রথমে ছোট ছোট কাজ করে এক্সপেরিয়েন্স নিতে হয়। কাজের অভিজ্ঞতা বা দক্ষতা বাড়াতে হয়।
তো সেই কাজ গুলো আপনি ফোন দিয়েই পারবেন তারপর আসতে আসতে যখন বড় বড় কাজ পেতে শুরু করবেন তখন লেপটপ বা কম্পিউটার কিনবেন বা আপনি চাইলে নিজে আসতে আসতে ছোট ছোট কাজ গুলো করে নিজের ইনকাম দিয়েও কিনতে পারবেন সেটা আপনার ব্যাপার 😊💖
আরো যানতে মেসেজ করুন ফেসবুকে Parvaj Mahmudul




Search This Blog

Report Abuse

About Me